Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’, সমতার দাবিতে রাজধানীতে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ২১:১০ | আপডেট: ১৭ মে ২০২৫ ০০:১৭

‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’র প্রতিবাদ মিছিল। ছবি: সারাবাংলা

ঢাকা: নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি। শুক্রবার (১৬ মে) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‘সমতার দাবিতে আমরা’—এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে নারী অধিকার রক্ষার পাশাপাশি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে উঠে আসে দীপ্ত প্রতিবাদ।

বিজ্ঞাপন

আয়োজকদের দাবি, এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা, যেখানে নারীরা পাবে মর্যাদা ও নিরাপত্তা।

আয়োজকরা জানান, কর্মসূচিকে ঘিরে ৩১টি স্লোগানের একটি তালিকা প্রণয়ন করা হয়। এসব স্লোগানে নারীর অধিকার, শ্রমিকের ন্যায্য দাবি, ফ্যাসিবাদের বিরোধিতা, সামাজিক ন্যায়ের প্রশ্ন এবং আন্তর্জাতিক ইস্যু হিসেবে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশের বিষয়গুলো তুলে ধরা হয়।

সমতার দাবিতে প্রতিবাদ মিছিল। ছবি: সারাবাংলা

কর্মসূচির অংশ হিসেবে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীকালে অংশগ্রহণকারীদের নিয়ে বের হয় একটি প্রতিবাদ মিছিল। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন। কর্মসূচির শুরুতে সেখানে নারীর অধিকার বিষয়ে বিভিন্ন ধরনের আর্ট পারফর্মেন্স অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য মিছিল ইন্দ্রিরা রোড ঘুরে আবার মানিকমিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এবং সেখানে হিজড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, যৌণকর্মী, গার্মেন্টস শ্রমিক এবং উদ্যোক্তা নারীও অংশ নিয়েছেন। সেইসঙ্গে অংশ নিয়েছেন সব ধর্মের ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা এবং সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিরাও এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

আয়োজকদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এটি হবে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং নারীর অধিকার রক্ষায় একটি মাইলফলক কর্মসূচি।

উল্লেখ্য, নারীসমতার প্রশ্নে এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে দাবি আয়োজকদের।

সারাবাংলা/এফএন/এইচআই

নারীর ডাকে মৈত্রী যাত্রা নারীর সমঅধিকার প্রতিবাদ মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর