গত দুই বছর ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছিলেন তিনি। টানা তৃতীয় বছরের মতো সেই রেকর্ড ধরে রাখলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি, স্টিফেন কারিকে পেছনে ফেলে এবারও আয়ের শীর্ষে আছেন রোনালদো।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক বিখ্যাত সাময়িকী ফোর্বসের সর্বশেষ হালনাগাদ তালিকায় প্রকাশ করা হয়েছে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের নাম। ৪০ বছর বয়সী রোনালদো গত এক বছরে আয় করেছেন ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০৯৭ কোটি ৫০ লাখ টাকা। এই এক বছরে তার আয় বেড়েছে ১ কোটি ৫০ লাখ ডলার। এই নিয়ে ৫ম বার এই তালিকার শীর্ষে অবস্থান করছেন রোনালদো।
রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কারি। তিনি গত বছর আয় করেছেন ১৫ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৮২২ কোটি ২০ লাখ টাকা।
গত বছর এই তালিকার তিনে থাকা লিওনেল মেসি এবার নেমে গেছেন পাঁচে। গত এক বছরে মেসি আয় করেছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা ১৫৭৯ কোটি ৫০ লাখ টাকা। গত বছরও একই অর্থ আয় করেছিলেন তিনি।
এবারের তালিকায় তৃতীয় স্থানে আছেন বক্সিং তারকা টাইসন ফিউরি, তার আয় ১৪ কোটি ৬০ লাখ ডলার। চতুর্থ স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা ড্যাক প্রেসকট, তার আয় ১৩ কোটি ৭০ লাখ ডলার।