Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই কারও বাপ দাদার সম্পত্তি না: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ২২:৩১ | আপডেট: ১৬ মে ২০২৫ ২২:৩৯

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

নরসিংদী: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি (ডাকসু) নুরুল হক নুর বলেছেন, আজকে জুলাই গণঅভ্যুত্থানকে কোনো কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজের হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জুলাই কারও বাপদাদার সম্পত্তি না। কোনো গোষ্ঠীর একক কৃতিত্ব না।

শুক্রবার (১৬ মে ) সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত ১৬ বছরে স্কুল কলেজ থেকে শুরু করে সচিবালয়ে এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী দুঃশাসনের ছোবল পরে নাই। এই রকম দুঃশাসন ঠেকাতে নাগরিকদের ক্ষমতায়ন করতে হবে। আজকে সংবিধান সংশোধনের কথা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের মতো কথা বলা হচ্ছে। কিন্তু এ দেশের আমজনতার ভাগ্য উন্নয়নের জন্য তেমন কোনো পদক্ষেপ গত ৯ মাসে আমরা দেখতে পাইনি।’

তিনি আরও বলেন, ‘টেন্ডারবাজি, স্কুল কলেজের সভাপতি-সম্পাদক নিয়ে হামলা মামলা হচ্ছে। আমরা দেশটাকে যে দখলদার মুক্ত করলাম কিন্তু জুলাই পরবর্তী একই চিত্র দেখতে পাচ্ছি। জুলাই পরবর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও আমরা শঙ্কিত।’

নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বন্দর চট্রগ্রাম। করিডরের নামে এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে খাল কেটে কুমির আনছে এই সরকার।’

জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলার সকল উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

গণঅধিকার পরিষদ নুরুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর