Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজ ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৬ মে ২০২৫ ২৩:০৬

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ও শহীদ মামুন হল ছাত্রদলের সভাপতি আফ্রিদি খন্দকারকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

১৬ই মে (শুক্রবার) ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল এবং শহীদ মামুন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। এজন্য কেন আপনাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে ব্যাখ্যা প্রদান করতে হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত (৭ মে) কলেজের মূল ফটকের সামনে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

ছাত্রদল সরকারি তিতুমীর