Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ০৩:২৮

বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য আব্দুল মঈন খান বলেছেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জন্য মরণফাঁদ।

শুক্রবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষ্যে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) আয়োজিত গণসমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘আজ থেকে উনপঞ্চাশ বছর আগে যে সমস্যা নিয়ে মওলানা ভাসানী প্রতিবাদ করেছিলেন, আজ উনপঞ্চাশ বছর পর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আবারও সেই একই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে।’

তিনি বলেন, ফারাক্কা বাঁধ এখন বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস‍্য বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যা জাতিসংঘে তুলে ধরেছিলেন।’

আলোচনায় অংশ নেন- কমরেড খালেকুজ্জামান, টিপু বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এফএন/পিটিএম

ফারাক্কা বাঁধ মঈন খান মরণফাঁদ