Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫ ০৯:১৬ | আপডেট: ১৭ মে ২০২৫ ১১:১৪

আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০ খেলতে নামছে বাংলাদেশ

দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। সিরিজের প্রথম ম্যাচে আজ রাতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

২০২৫ সালে প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ ৫ মাস পর এই ফরম্যাটে মাঠে নামছেন তারা। পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতেই আরব আমিরাতে সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল।

আজ সেই সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবেন লিটন দাসরা।

বাংলাদেশ থেকে এই খেলা দেখা যাবে শুধুমাত্র টি স্পোর্টসে। ভারতে খেলা দেখাবে ফ্যানকোড, পাকিস্তানে এই ম্যাচ দেখা যাবে জিও সুপারে।  যুক্তরাষ্ট্র ও কানাডাতে এই ম্যাচ সম্প্রচার করবে উইলো টিভি।

টিভি চ্যানেলের পাশাপাশি স্পোর্টসআই অ্যাপস ও ইউটিউবে সরাসরি উপভোগ করা যাবে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ।

আগামী ১৯ মে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে একই স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত।

সারাবাংলা/এফএম

টি-২০ বাংলাদেশ-আরব আমিরাত