পঞ্চগড়: পঞ্চগড়ে জালাসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৮টার দিকে পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, মৃত রিশাদ পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
মৃতের বাবা মো. আব্দুর রশিদ জানান, ‘দু-তিন দিন ধরে ঘরের সিলিং ফ্যানটি কাজ করছিল না। আমি আমার ছেলেকে ফ্যানটি দেখতে বলি। সে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে সেটি খোলার চেষ্টা করে। এ সময় ফ্যানের সুইচ অন অবস্থায় থাকায় হঠাৎ বিকট শব্দে ছিটকে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা দৌড়ে এসে দেখতে পান, রিশাদ মেঝেতে ফ্যানসহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার আগেই রিশাদ মারা যায়।’
পঞ্চগড় সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) আব্দুল্লা হিল জামান বলেন, ‘ঘটনার বিষয়টি জেনেছি। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’