Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল-আইপিএলে সাকিব-মোস্তাফিজের ম্যাচ কবে, কখন

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫ ১০:১৮ | আপডেট: ১৭ মে ২০২৫ ১২:৪৫

মোস্তাফিজ ও সাকিব

ভারত-পাকিস্তান সংঘর্ষে স্থগিত হওয়ার পর আবারও শুরু হচ্ছে পিএসএল ও আইপিএল। দুই টুর্নামেন্টের শেষভাগে নতুন চমক হিসেবে থাকছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান । পিএসএল ও আইপিএলে সাকিব ও মোস্তাফিজ মাঠে নামবেন এই সপ্তাহেই।

বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েক মাস ধরেই ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। বোলিং পরীক্ষায় পাশ করার পর নতুনভাবে ক্রিকেটে ফিরছেন সাকিব। পিএসএলের দল লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে সাকিবকে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে লাহোরের মাত্র একটি ম্যাচ বাকি। আগামী ১৮ মে বাংলাদেশ সময় রাত ৯ টায় পেশোয়ার জালমির বিপক্ষে খেলবে সাকিবের দল। ম্যাচটি মূলত লাহোরের জন্য কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে জিতলেই কেবল প্লে-অফে খেলতে পারেন তারা। সাকিবকে তাই দেখা যাবে এই ম্যাচেই। লাহোর যদি প্লে-অফে উঠতে ব্যর্থ হয় তাহলে এবারের আসরে মাত্র একটি ম্যাচই খেলবেন সাকিব।

পিএসএলের মতো আইপিএলের গ্রুপ পর্বও শেষের দিকে। গ্রুপ পর্বে দিল্লি ক্যাপিটালসের বাকি আর ৩ ম্যাচ। এই তিন ম্যাচের জন্যই মোস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। ১৭ মে বাংলাদেশ-আরব আমিরাত টি-২০ ম্যাচ খেলে ভারতে উড়াল দেবেন মোস্তাফিজ।

২১ মে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে লড়বে দিল্লি। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ২৪ মে পাঞ্জবা কিংসের বিপক্ষে। সেদিনই শেষ হচ্ছে মোস্তাফিজের ছাড়পত্রের মেয়াদ। দিল্লির শেষ ৩ ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ৩ ম্যাচের কয়টিতে মাঠে নামতে পারবেন মোস্তাফিজ, সেটাই এখন বড় প্রশ্ন। ছাড়পত্র না থাকায় দিল্লি প্লে-অফে উঠলেও সেখানে খেলা হচ্ছে না মোস্তাফিজের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ পিএসএল ২০২৫ মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর