Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ শনিবার খোলা সরকারি অফিস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ০৯:৪৯ | আপডেট: ১৭ মে ২০২৫ ১২:১৮

ছবি: সংগৃহীত

ঢাকা: শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি বেসরকারি অফিস খোলা রাখা হয়েছে। সপ্তাহের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলবে। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি দিতে এই ছুটির দিনে অফিস করতে হচ্ছে কর্মজীবীদের। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে দুই শনিবারই অফিস খোলা থাকছে।

এর আগে গত ৭ মে ছুটির বিষয়টি অনুমোদন পায় উপদেষ্টা পরিষদের সভায়। সেখানে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি আবার ১৭ ও ২৪ মে দুই শনিবার অফিস খোলার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল আগে থেকেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মজীবীরা।

সারাবাংলা/জেআর/এনজে

খোলা সরকারি অফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর