Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ০৯:৫৮ | আপডেট: ১৭ মে ২০২৫ ১০:১৯

মৃত্যুদন্দপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখ।

ঢাকা: মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় খালাস পেয়েছেন তিনজন।

শনিবার (১৭ মে) সকালে আসামিদের উপস্থিতিতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। গত ১২ ও ১৩ মে যুক্তিতর্ক শেষে এ মামলার রায়ের জন্য আজকের দিন ধার্য করেন একই আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন- হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, ছেলে সজিব শেখ ও রাতুল শেখ। সজিব সম্পর্কে শিশু আছিয়ার বোনজামাই। এদিন সকাল সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। অভিযোগ গঠনের ২১ দিনের মাথায় চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ শেষ হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তি, মেডিকেল প্রতিবেদন, পারিপার্শ্বিকসহ মৌখিক-দালিলিক সাক্ষ্যের প্রমাণ মিলেছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে সর্বোচ্চ সাজা দিয়েছেন আদালত। আর এ রায় বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ মামলায় ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষী দিয়েছেন। মামলাটিতে সাতটি জব্দ তালিকা ছিল। এসব তালিকায় সাক্ষী ছিলেন ১৬ জন। এর মধ্যে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্যপ্রমাণসহ সাক্ষ্য দিয়ে নিজেদের জব্দ তালিকাকে সত্যায়ন করেছেন। জব্দ করা আলামতকে আদালতে সত্যায়ন করেছেন। এই মামলায় তিনটি মেডিকেল সার্টিফিকেট ছিল। পাঁচ ডাক্তার মেডিকেল সার্টিফিকেটে স্বাক্ষর করেছিলেন। তারা এরই মধ্যে আদালতে সাক্ষী দিয়ে মেডিকেল সার্টিফিকেটকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। মেডিকেল সার্টিফিকেটে তাদের স্বাক্ষর শনাক্ত করেছেন তারা।

বিজ্ঞাপন

গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া। শিশুটি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এর আগে, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার পর প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।

ধর্ষণের ঘটনায় ৮ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন শিশুটির মা আয়েশা আক্তার। এ মামলায় অভিযুক্ত চার আসামিই পুলিশ হেফাজতে রয়েছেন।

গত ১৩ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন। ২০ এপ্রিল মামলাটি আমলে নিয়ে চার্জগঠনের জন্য ২৩ এপ্রিল নির্ধারণ করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। চার্জ গঠনের পর ২৭ এপ্রিল থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে ঢাকা মেডিকেলের দুই ডাক্তারের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়। ৮ মে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা সম্পন্ন করা হয়।

সারাবাংলা/আরএম/এনজে

খালাস ধর্ষণ-হত্যা মামলা মৃত্যুদণ্ড শিশু আছিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর