ঢাকা: বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা।
শনিবার (১৭ মে) বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থানের উন্নতি হয়েছে অর্থাৎ সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস।
সকাল ৯টায় ৮৯ স্কোর নিয়ে তালিকায় ১৫ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ১৯৮ ও ১৬০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় স্থানে রয়েছে।
এ ছাড়া একই স্কোর ১৫৪ নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো ও চীনের চেংডু শহর। এই শহর দুটির বায়ুও অস্বাস্থ্যকর।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৪৯ স্কোরে এই শহরের বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।