Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১১:০৩ | আপডেট: ১৭ মে ২০২৫ ১২:৫০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

ঢাকা: রাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে তিন মেয়েসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- তোফাজ্জল হোসরন (৩২) ও তার স্ত্রী মানসুরা আক্তার(২৪) তাদের তিন মেয়ে তানিশা (১১) মিথিলা (৭) ও তানজিলা (৪)।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় নিচ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা দগ্ধ হন। পরে প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

প্রতিবেশি মেশারফ হোসেন জানান, আফতাব নগর দক্ষিণ আনন্দনগর এলাকার একটি বাসার নিচতলায় তারা স্বামী স্ত্রী তিন মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। তোফাজ্জল লেবারের কাজ করেন। গ্যাস লিকেজের কারণে বাসায় জমে থাকা গ্যাসে কোনো কারণে আগুনের স্পর্শ হলে বিস্ফোরণের ঘটে। এতে ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় বাসার ভিতরে থাকা স্বামী-স্ত্রীসহ তাদের তিন মেয়ে সন্তান দগ্ধ হয়। ঘটনার পরপরই লোকজন আগুন নেভাতে সক্ষম হন। এরপর দগ্ধদের হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাব নগরে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, স্ত্রী মানসুরার ৬৭ শতাংশ, তানিশার ৩০ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও তানজিলার ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশংকাজনক।

সারাবাংলা/এসএসআর/এনজে

আগুনে দগ্ধ গ্যাস লিকেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর