Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে আমাদের মিডিয়া: পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫ ১১:১১ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৪:৩৩

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির।

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের গণমাধ্যম অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

শুক্রবার (১৬ মে) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ‘ইউম-এ-তাশাক্কুর’ (কৃতজ্ঞতা দিবস) অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আমাদের গণমাধ্যম দায়িত্বশীল আচরণ করেছে। আমরা কিছুই গোপন করি না, কেবল সত্যটাই বলি।

তিনি আরও বলেন, পাকিস্তানি মিডিয়া ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে, যা ভারতীয় গণমাধ্যম দীর্ঘদিন মনে রাখবে। আমাদের মিডিয়া একটি উপযুক্ত জবাব দিয়েছে, যা তারা ভুলবে না।

তিনি পাকিস্তানি সাংবাদিকদের প্রশংসা করে বলেন, যুদ্ধের সময় জাতিকে সঠিক তথ্য ও প্রেক্ষাপট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গণমাধ্যম তা সফলভাবে করেছে।

প্রসঙ্গত, কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পালটাপালটি হামলা চলতে থাকে, যা ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা সম্প্রসারণ করে ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

সারাবাংলা/ইআ

পাকিস্তানি মিডিয়া পাকিস্তানের সেনাপ্রধান