Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ অভিযানে গাজায় নিহত ১১৫

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫ ১১:৪৬ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৪:৩৩

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বাংলায় যার অর্থ ‘গিদিওনের রথ’।

অপারেশন গিদিওনস চ্যারিয়ট-এর অংশ হিসেবে ইসরায়েল গত ২৪ ঘণ্টায় ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযানের আওতায় গাজার নির্দিষ্ট এলাকাগুলো দখলে নেওয়া হবে বলেও তারা জানিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) ভোর থেকে শুরু হওয়া নির্বিচার বিমান হামলায় কমপক্ষে ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তরের বিভিন্ন এলাকা খালি করে পালানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ১১৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২০ হাজার ২১৪ জন আহত হয়েছেন। গাজা সরকারের মিডিয়া অফিসের সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এনজে

অপারেশন গিদিওনস চ্যারিয়ট অভিযান ইসরায়েল গাঁজা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর