ঢাকা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ১টি পদে ৭ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুনের মধ্যে আবেদনপত্র ডাকযোগে সরাসরি জমা দিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি);
পদের নাম: গ্রাউন্ডম্যান
পদসংখ্যা: ৭টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (৩০ এপ্রিল ২০২৫ তারিখে)
আবেদনের যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রাউন্ডম্যান হিসেবে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণের পর তা বিকেএসপিতে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, সাভার, ঢাকা’ বরাবর ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ ৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার উত্তরা ব্যাংকের যে কোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপি বরাবর পাঠাতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন ২০২৫
আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত-
https://bksp.gov.bd/sites/default/files/files/bksp.portal.gov.bd/notices/25e2c2c6_3603_4e36_b26f_c5583cb5254b/2025-05-14-03-26-98721a5efc7257b765a08427a89c9cd3.pdf এই ঠিকানায় জানা যাবে।