Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছের ক্ষতি

ডিস্ট্রিক্ট করপসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৩:২৭

বিষক্রিয়ায় ওই পুকুরের ছোট-বড় সব মাছ মরে গেছে।

পটুয়াখালী: কলাপাড়ায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ মে) রাতের কোনো এক সময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে শামিম খলিফার বাড়িতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। এতে ওই পুকুরে থাকা সিলভার কার্প, তেলাপিয়া,রুই,কাতল,মৃগেলসহ ছোট-বড় সব মাছ মরে গেছে। যার সর্বনিম্ন মুল্য এক লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

ঘটনার বিবরণে প্রতিবেশী আল আমিন মল্লিক জানান, ফজরের সময় তার মা মিনারা বেগম অজু করার জন্য পুকুরে এসে চারপাশে মাছ ভেসে থাকতে দেখতে পান। এরপর বিষয়টি ওই পরিবারকে জানান। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে মাছগুলো জাল দিয়ে টেনে তুলে কিছু মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠান। এছাড়াও ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী অনেককে পানির নিচে তলিয়ে থাকা মাছগুলো হাতরিয়ে তুলে নিতে দেখা যায়। এমন কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শারমিন বেগম বলেন, ‘পরিকল্পিতভাবে কে বা কারা আমাদের এতো বড় ক্ষতি করেছে। পুকুরের সকল মাছ মরে গিয়েছে। আমাদের অন্তত দেড় লাখ টাকার ক্ষতি করছে। আমরা এর বিচার চাই। আমরা কারো ক্ষতি করিনি। আমাদের ক্ষতি কেন করলো বুঝে উঠতে পারছি না।’

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলামের বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

পুকুরে বিষ প্রয়োগ