ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পুরস্কার পেলেন ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এম এম ইমদাদুল হক। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে সরকারের এই পুরষ্কার পেয়েছেন তিনি।
শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান অব. মেজর জেনারেল এমদাদ উল বারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলামসহ আরও অনেকে।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষ্যে হ্যাকাথন বিজয়ী ৫টি দল এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪টি দল, তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ক্যাটাগরিতে ৩টি সহ মোট ১০টি পুরস্কার দেওয়া হয়। ব্যক্তি শ্রেণীতে পুরস্কার প্রাপ্ত তিন ব্যক্তি হলেন- কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার এ. মামুন এবং ডিজিবাংলা’র নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক।
পুরস্কারপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান হল- ব্রেইন স্টেশন ২৩, শপ আপ ও উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।
এছাড়াও ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩১তম নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ বিজয়ী দল, মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সিবিশন কম্পিউটিশন ২০২৪-এ স্বর্ণজয়ী বাংলাদেশী দল, একই বছরে গ্রিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ বিজয়ী দল এবং দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালে অনিুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও সিলভার বিজয়ী হাসিন ইশরাক চৌধুরী ত্বহা-কে এই সম্মাননা দেওয়া হয়।
এছাড়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হ্যাকাথন চ্যাম্পিয়ন বুয়েটের অসিলেটিং প্যান্ডাস; প্রথম রানার্স আপ রেড রেভলস, দ্বিতীয় রানার্স আপ টিংটিং, রেফার রেভলস ও এমআইএসটি শহিদ ইয়ামিন ফরএভার দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এম এম ইমদাদুল হক দুই যুগের সময় দিন ধরে আইসিটি সাংবাদিকতায় সম্পৃক্ত রয়েছেন।তিনি আইসিটি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সদস্য। দেশের পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যও তিনি। সাইবার ক্রাইম অ্যাওয়ার্নেস ফাউন্ডেশন (সিক্যাফ) এর সহ প্রতিষ্ঠাতাও তিনি।