Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম চিড়িয়াখানার গেট ধসে আহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৪:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন গেট ধসে পড়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে নগরীর ফয়’সলেক এলাকায় চিড়িয়াখানার মূল প্রবেশপথে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- আরমান (৩০), সোহেল (২৩), রনি (২০), হৃদয় (২০) ও রাকিব (১৯)।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার খলিলুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, চিড়িয়াখানার মূল গেইটের নির্মাণকাজ চলছিল। রাত ১২টার দিকে হঠাৎ এর ওপরের অংশ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর