Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্যাংক লরি-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৪:৩৭ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৬:৩৮

ঘটনাস্থল।

খুলনা: খুলনার ডুমুরিয়ায় মাহেন্দ্রা ও ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা চালকসহ ২ শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহেন্দ্রা চালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ।

এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামা। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

ট্যাংক লরি-মাহেন্দ্র সংঘর্ষ নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর