বোলিং নিষেধাজ্ঞার জন্য প্রায় ৬ মাস মাঠের বাইরে আছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে খেলার ফিরছেন সাকিব আল হাসান। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে আজ পাকিস্তানের ইসলামাবাদে পা রেখেছেন সাকিব।
ভারত-পাকিস্তান সংঘর্ষে সাময়িকভাবে বন্ধ ছিল পিএসএল। দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আসায় আবার শুরু হচ্ছে পিএসএল। টুর্নামেন্টের গ্রুপ পর্বের একদম অন্তিম মুহূর্তে এসে সাকিবকে দলে নিয়েছে লাহোর।
আগামী ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লাহোর। সেই ম্যাচের আগের দিন ইসলামাবাদে পৌঁছালেন সাকিব। সাকিবের সঙ্গে পাকিস্তানে পা রেখেছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। সাকিবের সফরসঙ্গী ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও।
ইসলামাবাদে নামার পর সাকিবের একটি ভিডিও প্রকাশ করেছে লাহোর। সেখানে সাকিব বলেন, ‘পিএসএলে ফিরে আসতে পেরে ভালো লাগছে। আমি বেশ রোমাঞ্চিত। আশা করছি কাল ভালো একটা ম্যাচ খেলতে পারব। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে। মাঠে নামতে তর সইছে না আমার।’
আগামীকাল পেশোয়ার হারালেই প্লে-অফে পৌঁছে যাবে লাহোর। এই ম্যাচ হেরে গেলে এখানেই শেষ হবে লাহোরের যাত্রা। এর আগে ২০১৬ সালে করাচি কিংস, ২০১৭ ও ২০১৮ সালে পেশোয়ার জালমির হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন সাকিব।