ঢাকা: দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নির্বাচন চলছে।
শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া নির্বাচনের অর্ধেক সময় এরইমধ্যে পার হয়েছে।
সাধারণ ভোটাররা বলছেন, আমরা একজন যোগ্য লিডার নির্বাচন করতে চাই।
২০২৫- ২৭ এই দুই বছর মেয়াদকালের জন্য আইএসপিএবি’র নির্বাচন হচ্ছে। শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে রাজধানীর মিন্টো রোডের শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেনি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেনি থেকে চারজন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। হারুন অর রশিদ জানান, টিকাটুলিতে তার ব্যবসা প্রতিষ্ঠান।
তিনি বলেন, আমরা চাই একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হোক। সে জন্য আমরা ভোট দিতে এসেছি। আরেক ভোটার সুমন ইসলাম বলেন, সবাই পরিচিত। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। এখন ফলাফল দেখা যাক।
এদিকে এই ভোটকে কেন্দ্র করে ইন্টারনেট সেবাদানকারীদের মিলন মেলায় পরিণত হয়েছে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেশন সেন্টার। ভোট দেওয়া শেষ হলেও কেউ তুলছেন সেলফি, কেউ কেউ গল্পে মেতেছেন। আবার কেউ ব্যবসায়ীক গুরুগম্ভীর আলোচনায় মগ্ন। এ সময় ভোটারদের টানতে ব্যস্ত থাকতে দেখা গেছে প্রার্থীদের।
সকাল ১০টায় শুরু হওয়া ভোট শেষ হবে বিকেল ৪টায়। সে হিসাবে মাত্র সোয়া এক ঘণ্টা আছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে সিংহভাগ ভোট পড়েছে। দুই ঘণ্টায় বাকি ভোট পড়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
আইএসপিএবির সাধারণ ও সহযোগী সদস্য শ্রেনিতে ভোটার সংখ্যা যথাক্রমে ২৬৩ ও ৫৯৯। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মোহাম্মদ আলী। সদস্য হিসেবে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল রাকিক হোসেন ও মো. এরশাদ হোসেন। নির্বাচনি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল অব. একে এম শামসুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন লে. কর্নেল আহম্মদ ( অব.) দানিয়া ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মো. নিহার হোসেন।