Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, একজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৪:৫১

অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন।

পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে খতিবুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ মে) বিকেলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে রাতেই পঞ্চগড় কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত খতিবুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের জহিরুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি গ্রামের বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন৷ এ সময় অভিযান চলাকালে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন সময় খতিবুলের মেশিন আটক করা হলে তিনি কৌশলে মেশিনটি পানিতে ফেলে দেন ৷ এ সময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে তাকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাত দিনে কানাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ও ওই স্থানীয় গণ্যমান্য কর্মীরা উপস্থিত ছিলেন৷

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু জানান, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মেশিন মালিককে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ওই অভিযানে একটি অবৈধ ডেজার মেশিন ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ হওয়া মেশিনের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান,দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে আরও একটি ড্রেজার মেশিনসহ যে সরঞ্জাম জব্দ করা হয়েছে সেই মেশিনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন