খুলনা: খুলনায় নদী থেকে ১৩ বছরের অজ্ঞাতনামা এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে মীরেরডাঙ্গা খেয়াঘাট থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মীরেরডাঙ্গা খেয়াঘাটের বাসিন্দারা মরদেহটি নদীর পানিতে ভেসে যেতে দেখে পানি থেকে পাড়ে তুলে পুলিশকে জানান। পুলিশ সংবাদ জেনে ঘটনাস্থলে পৌছায়।