Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৫:২১

মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচি।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়ে) পাস ও বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী শিক্ষকরা।

দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ মে) সকাল ১১টায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে ৫ শতাধিক শিক্ষক অংশ নেয়।

বিজ্ঞাপন

এ সময় তারা বলেন, সামান্য ৫ হাজার টাকা বেতনে তারা শিক্ষার্থীদের এই ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকেন। কিন্তু গত ৫ মাস ধরে তারা সেই সামান্য বেতনটাও পচ্ছেন না। গত পবিত্র রমজান মাসে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। আবার সামনে কোরবানির ঈদ। তাই অবিলম্বে বকেয়া বেতন বোনাসসহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি রাজস্বকরণের দাবি জানান তারা অন্যথায় আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। পরে দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

সারাবাংলা/এনজে

অবস্থান কর্মসূচি দাবি শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর