Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটি কাটার অভিযোগে বিএনপি নেতাসহ ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৫:৫৯

বিএনপি নেতাসহ ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী: জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদীর তীরের মাটি কাটার অপরাধে মো. ইব্রাহিম নামে বিএনপির এক নেতাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদীর তীরের মাটি পরিবহনের দায়ে মো. হোসেন নামের আরেক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭মে) দুপুরে হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।

বিজ্ঞাপন

সাত দিনের কারাদণ্ড প্রাপ্ত মো. ইব্রাহিম হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিন দিনের কারাদণ্ড প্রাপ্ত মো. হোসেন পাওয়ার টিলার চালক।

জানা যায়, হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নসহ প্রায় সব ইউনিয়ন নদী ভাঙনের কবলে রয়েছে। ভাঙনের কারণে মানুষের বসতভিটা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান এরইমধ্যে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা নদী ভাঙনরোধে মানববন্ধনও করেছেন।

সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা নদীর তীর হতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. ইব্রাহিমকে সাত দিন ও উক্ত স্থান থেকে কর্তনকৃত মাটি পরিবহন করার অপরাধে একই আইনের একই ধারায় মো. হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানাা ও চালানমূলে জেলা কারাগার, নোয়াখালীতে পাঠানো হয়েছে। একইসঙ্গে মাটি পরিবহনের কাজের ব্যবহার হওয়া পাওয়ার টিলার জব্দপূর্বক সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ‘হাতিয়ার চেয়ারম্যান ঘাট নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ফলে আমাদের অভিযান পরিচালনা করা কঠিন। খবর পেয়ে আমরা সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

২ জনের কারাদণ্ড মাটি কাটার অপরাধ হাতিয়া দ্বীপ