ময়মনসিংহ: ময়মনসিংহে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ, আউটসোর্সিং বাতিল ও অষ্টম প্রকল্প চালুসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকশ শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও কেয়ারটেকার অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন আবু নহর মো. মাহফুজুল হক, নাহিদ রেজা, ফরিদ আহাম্মদ, ইসমাইল খান, শহিদুল ইসলাম খান, শফিকুল ইসলামসহ অন্যরা।
বক্তারা জানান, অষ্টম প্রকল্প পাস না হওয়ায় আর্থিক সঙ্কটে দিনানিপাত করছেন তারা। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত শিক্ষক-কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি জমা দেন।