চট্টগ্রাম ব্যুরো: রাউজান উপজেলায় যুবলীগের এক নেতাকে মারধর করে মাথা ন্যাড়া করে গলায় জুতা পরিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।
শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশা বিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মুহাম্মদ ফোরকান (৫২) পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত কয়েকমাস লোকচক্ষুর আড়ালে থাকা ফোরকান গত (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয় বাজারে যান। এ সময় একদল লোক তাকে আটক করে মারধর করেন। এর পর তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের হাতে দেওয়া হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া সারাবাংলাকে বলেন, ‘ফোরকানের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা আছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (শনিবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’