ঢাকা: জনরোষে পড়ার আগেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘বিএনপি গত ১৭ বছর ধরে গণতন্ত্র ও নির্বাচনের জন্য আন্দোলন করেছে। আপনি (ড. ইউনূস) একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। দেশের মানুষ আপনার কাছে একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আমাদের মনে হচ্ছে, নির্বাচন দিতে কেন যেন একটু পিছপা হচ্ছেন আপনি। আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকার চূর্ণ করবেন না। পাথরে ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।’’
তিনি বলেন, ‘‘জিয়াউর রহমানের মতো নেতাকে শেখ হাসিনা অপমান করেছে। তার (জিয়াউর রহমান) স্ত্রী, সন্তানদের ওপর দিনের পর দিন অত্যাচার করেছে। কিন্তু, বিএনপি সংযম দেখাচ্ছে। তবে বিএনপির মনে এখন একটাই কষ্ট। এত আন্দোলন-আত্মত্যাগের পর ৯ মাস অতিবাহিত হলেও একটা নির্বাচন আয়োজন করা হয়নি।’’
জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।