Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দর থেকে চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৭:২৯ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:১২

চসিকের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।

শনিবার (১৭ মে) দুপুরে বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে রাজধানীর পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার তৌফিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। চট্টগ্রামের রাজনীতিতে তৌফিক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘সাবেক কাউন্সিলর শাহজালাল বিমানবন্দর দিয়ে বিদেশে চলে যাবার চেষ্টা করেছিলেন। সেখানে তাকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে তাকে পল্টনের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। হাটহাজারীতে তার বিরুদ্ধে তিনটি মামলা আছে। সেগুলোতে পরে গ্রেফতার দেখানো হবে।’

তৌফিকের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ও হত্যার ঘটনায়ও মামলা আছে বলে জানা গেছে।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

চট্টগ্রাম সিটি করপোরেশন তৌফিক আহমেদ চৌধুরী সাবেক কাউন্সিলর গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর