Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসপিএবি নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, ফল গণনার অপেক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৭:৩২ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:১৯

আইএসপিএবির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে ভোট গণনা শুরু।

ঢাকা: উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২০২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বানের ভোট গ্রহণ। বিকাল সাড়ে ৪টার দিকে এই ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৮৫ শতাংশ।

শনিবার (১৭ মে) রাজধানীর শাহবাগের মিন্টো রোডে অবস্থিত শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সংগঠনটির নির্বাচন চলছে। ভোট গ্রহণ শেষে এখন ফলাফল গণনার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। ফলে ৪টায় নির্বাচন শেষ হওয়ার কথা থাকলেও আধা ঘণ্টা বাড়িয়ে সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচন কমিশন জানায়, সাধারণ সদস্য ক্যাটাগরিতে ২৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ২২৯টি। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৭ শতাংশ। আর সহযোগী সদস্য পদে ৬৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫৫৭টি। এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৪ শতাংশ। ফলে গড়ে ৮৫ শতাংশ ভোট পড়েছে। আর ভোট গণনা শুরু হবে সাড়ে ৫ টায়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯ পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহযোগী সদস্যদের মধ্যে চার পদের বিপরীতে লড়বেন ১০ জন।

সাধারণ সদস্য ক্যাটাগরিতে পূর্ণাঙ্গ ৯ সদস্য নিয়ে ‘আইএসপি ইউনাইটেড’ নামের প্যানেল গঠিত হলেও বাকি পাঁচ জন নিয়ে অপর কোনো প্যানেল গঠিত হওয়ার তথ্য সেভাবে পাওয়া যায়নি। আর ভোটের মাঠেও সরব ছিলো আইএসপি ইউনাইটেড।

আইএসপি ইউনাইটেড নামের এই প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন আইএসপিএবির সাবেক সভাপতি ও আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম। সেখানে ৯ জনের কেন্দ্রে রয়েছেন আইএসপিএবির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। এ ছাড়াও, ইউনাইটেড আইএসপি প্যানেলে রয়েছেন- বর্তমান কমিটি সাধারণ সম্পাদক ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা।

বিজ্ঞাপন

একইভাবে একসময়ে একাধিকবার আইসপিএবি’র কার্যনির্বাহী কমিটিতে ছিলেন অপর প্রার্থী মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা (প্রা.) লিমিটেড। পাশাপাশি বর্তমান ইসি থেকে এই প্যানেলের প্রার্থী হয়েছেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু। টিম আইএসপি উইনাটেডের হয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।

দেশের সব আইএসপির ন্যায্য অধিকার নিশ্চিতে করার লক্ষ্য ‘আইএসপি ইউনাইটেড’ এর। বিভাগ ও জেলা সাব কমিটি গঠন, আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন ও বিশেষ সার্ভিস ডেস্ক চালুসহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের মাঠে লড়ছে প্যানেলটির নেতারা। প্যানেলটির পক্ষে একাট্টা হয়েছেন সংগঠনের বেশিরভাগ সদস্যরা। এমনকি তিন সাবেক সভাপতিও এই প্যানেলের সঙ্গেই রয়েছেন।

অপরদিকে, সাধারণ সদস্য ক্যাটাগরির ১৪ প্রার্থীরা হলেন- মো. আজহারুল হক চৌধুরী, মো. ইরফান উদ্দিন সাইমুন, মোহাম্মদ আমিনুল হাকিম, মো. আসাদুজ্জামান (সুজন), মো. শরিফুল ইসলাম, মাহবুব আলম (রাজু), সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম সিদ্দিক, মো. মিঠু হাওলাদার, নাজমুল করিম ভূঁঞা, মো. রেজাউল ইসলাম, নেয়ামুল হক খান, রাশেদুর রহমান রাজন ও মঈন উদ্দিন আহমেদ।

এদিকে, সহযোগী সদস্য শ্রেণীতে ৪ পদের বিপরীতে প্রার্থী ১০জন। প্রার্থীরা হলেন- তারিক হাসান তূর্য, মোহাম্মদ আলমগীর হোসেন, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, মো. জুবায়ের ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মো. ইমদাদুল হক (মিলন), এস এম সাইফুল ইসলাম সেলিম, মো. নাছির উদ্দীন, রাইসুল ইসলাম তুহিন ও আনোয়ার আহমেদ।

আইএসপিএবি নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন (রাশেদ) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাকিব হোসেন। নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. একে এম শামছুল ইসলাম এবং সদস্য হিসেবে লে. কর্ণেল আহম্মদ দানিয়া ইসলাম (অব.) ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট মো. নিহার হোসেন (ফারুক) দায়িত্ব পালন করছেন।

আইএসপিএবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে থেকে ৪ জনসহ মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্র্তীতে আগামী ১৯ মে নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।’

সারাবাংলা/ইএইচটি/এমপি

আইএসপিএবি নির্বাচন ফল গণনা