Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি আদায়ে রোববার পুরো কর্মদিবস এনবিআরে কলমবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৭ মে ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:১২

‘এনবিআর ঐক্য পরিষদে’র পক্ষে কর্মসূচির ঘোষণা দেয় উপকর কমিশনার নিপুন চাকমা

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারি করা রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে রোববারও (১৮ মে) কলমবিরতি পালন করবেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। গত কয়েকদিন ধরে সীমিত সময়ের জন্যে এই কলমবিরতি পালন হলেও রোববার পালন হবে পুরো কর্মদিবস জুড়ে। এ ছাড়া এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের দুই অ্যাসোসিয়েনকে অকার্যকর ঘোষণা করেছেন।

শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টায় এনবিআর ভবনে প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সংগঠন ‘এনবিআর ঐক্য পরিষদে’র পক্ষে এ ঘোষণা দেয় উপকর কমিশনার নিপুন চাকমা। এর আগে একই দাবিতে গত ১৪, ১৫ এবং আজ ১৭ মে কলমবিরতি কর্মসূচি পালন করে এনবিআর কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নিপুন চাকমা বলেন, ‘আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলমবিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রফতানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। আগামীকালের প্রেস ব্রিফিং দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ওই ব্রিফিং এ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।‘

তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা করে আমরা এই অচলাবস্থার নিরসন চাই। আমরা আশা করছি
প্রধান উপদেষ্টার সানুগ্রহ নির্দেশনায় সরকার আমাদের সঙ্গে আলোচনার জন্য বসবেন এবং কোনো মিডিয়া মারফত আমরা আলোচনার খবর পাবো। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময়ই খোলা ছিল, আছে এবং থাকবে ‘

সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বিসিএস আয়কর (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন ও বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনকে অকার্যকর ঘোষণা করেছে কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

নিপুন চাকমা বলেন, ‘সাধারণ সদস্যদের মতামতেরভিত্তিতে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এর অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রায় সকল সদস্য পদত্যাগ করায় এটিও অকার্যকর হয়ে পড়েছে। সুতরাং, এই দুই অ্যাসোসিয়েশন এখন আর এই দুই ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে না। এমতাবস্থায়, বিলুপ্ত ও অকার্যকর এই দুই কমিটির নামে যেকোনো বক্তৃতা, বিবৃতি ব্যক্তিগত বলে গণ্য হবে।’

এর আগে সকাল থেকেই এনবিআর ভবনে জড় হতে থাকেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান হবার কথা ছিল। পরে সেই অনুষ্ঠানটি বাতিল করা হয়।

দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনবিআরের সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ এবং সম্প্রতি জারি করা অধ্যাদেশের তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্ভূত উদ্বেগ নিরসন অতি জরুরি বলে মনে করে সংগঠন। তাই উদ্ভূত এই পরিস্থিতির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এনবিআরের উভয় অনুবিভাগের সিনিয়র সদস্যদের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।’

এতে বলা হয়, ‘এমতাবস্থায়, সংগঠনের সিনিয়র সদস্য এবং এনবিআরের আয়কর অনুবিভাগের সদস্যদের পরামর্শে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের আজকের নির্বাহী কিমিটির বর্ধিত সভাটি মূলতবি করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।’

সারাবাংলা/ইএইচটি/এইচআই

এনবিআর কলমবিরতি জাতীয় রাজস্ব বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর