Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর গুরুত্বপূর্ণ ৭ এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৮:১২ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৮:১৬

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)

ঢাকা: সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল ১৮ মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সবধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আইএসপিআর জনসাধারণকে এই নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

আএসপিআর ঘোষণা নিষিদ্ধ মিছিল সভা সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর