পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জন জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এ সময় তাদের ব্যহহৃত তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
শনিবার (১৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়।
আটক জেলেদের বাড়ি মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে। পরে তিনটি ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নৌ-পুলিশ জানায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকালে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেদের ট্রলারসহ তীরে নিয়ে আসার পর কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা এফবি আয়নাল ট্রলারের মালিককে ১০ হাজার টাকা, এফবি ফুলমিয়া ট্রলারের মালিককে ৮ হাজার টাকা ও এফবি জামাল ট্রলারের মালিককে ১০ হাজারসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নিষেধাজ্ঞার সময়ে সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেখা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, অবরোধ শতভাগ সফল করতে সাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলেদের সাগরে মাছ শিকাররত অবস্থায় পাওয়া গেলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। বেশ কিছু মাছ জব্দ করা হয়েছে। আজও নৌ-পুলিশ তিনটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে। তাদেরকে জরিমানা করা হয়েছে। অসাধু জেলেদের আইনের আওতায় আনতে আমরা সব সময় সোচ্চার রয়েছি।