Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরজাবন্ধ ঘরে ছিল সিঁদকাটা, শয়নকক্ষ পড়ে ছিল রক্তাক্ত লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:০১

নিহত খোদেজা বেগমের মরদেহ।

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে খোদেজা বেগম (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দরজাবন্ধ ঘরে সিঁদকাটা ছিল।

শনিবার (১৭ মে) দুপুরে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন বাড়ির শয়ন কক্ষ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজ ঘরের শয়নকক্ষে নিহত খোদেজা বেগমের নাক মুখ রক্তাক্ত ও কপালে আঘাত চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য প্রায় ১০/১২ বছর আগে মারা যায়। খোদেজা বেগম যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়ীতে একাই বসবাস করতেন। তার কোনো সন্তান নেই। তবে তার একটি পালকপুত্র রয়েছে।

পালকপুত্র আসাদুজ্জামান জানান,গত ১৩ মে বাড়ীতে এসে তার মাকে দেখে গেছেন। দুইদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিলো না।

তিনি বলেন, ‘শনিবার দুপুরে বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ ও সিঁদকাটা ছিল। মা শয়নকক্ষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে।’

সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

পুলিশের স্ত্রীর মরদেহ উদ্ধার