Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৮:৪৯

প্রতীকী ছবি

নরসিংদী: জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে মালবাহী ট্রাকের চাপায় সুনীল চন্দ্র সরকার (৪০) নামে একজন নিহত হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে ঘোড়াশাল সেতুর সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনীল চন্দ্র সরকার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দালান বাজার এলাকার মুলগাঁও গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সোয়া ১২টায় কালীগঞ্জ থেকে সাইকেল চালিয়ে ঘোড়াশাল সেতুর পূর্ব পাশে পৌঁছেন সুনীল চন্দ্র সরকার। এ সময় তিনি সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে দাঁড়িছিলেন। তখন পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তখন সুনীলকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ইউসুফ মিয়া জানান, নিহত সুনীল চন্দ্র সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মালবাহী ট্রাক জব্দ ও চালক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

ট্রাকচাপা নরসিংদী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর