Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ-ছাত্রলীগ নিষিদ্ধ’

সারাবাংলা ডেস্ক
১৭ মে ২০২৫ ১৯:১৬ | আপডেট: ১৭ মে ২০২৫ ২১:০৭

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নগর জামায়াতের নেতাদের মতবিনিময় সভা।

চট্টগ্রাম ব্যুরো: খুন, সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ-ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নগর জামায়াতের নেতাদের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রেসক্লাবের ‘জুলাই শহীদ স্মৃতি হলে’ এ সভা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পতিত ফ্যাসিবাদ, আওয়ামী স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করে একসময় একদলীয় বাকশাল কায়েম করেছিল। চারটি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সংবাদপত্রের কন্ঠরোধ করেছিল। পরবর্তীতে স্বাধীনতার ৫৩ বছর পর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দেশকে পার্শ্ববর্তী দেশের গোলামীতে আবদ্ধ করেছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী স্বৈরাচার দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে থেকে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল। তাই বিক্ষুদ্ধ জনতার আন্দোলনের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে। তারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়েছিল। আর খুন, সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ, ছাত্রলীগ আজ নিষিদ্ধ হয়েছে। এই ফ্যাসিবাদ যাতে আর ফিরতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাসের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, নগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনওয়াজ, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে এম ফজলুল হক, সাংবাদিক জহুরুল ইসলাম, মুস্তফা নঈম, মুহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, হাসান ফেরদৌস, মুহাম্মদ আরিফ, শহীদুল ইসলাম, গোলাম মাওলা মুরাদ, নুরুদ্দিন আহমদ এবং নাজিম উদ্দীন মজুমদার।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমপি

আওয়ামী লীগ-ছাত্রলীগ নিষিদ্ধ ইসলামীর আমির শাহজাহান চৌধুরী মানবতা বিরোধী অপরাধ