ঢাকা: যুক্তরাষ্ট্রের পালটা শুল্কারোপ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, তত ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, বাংলাদেশের উচিত যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধকে সম্ভাবনা হিসেবে দেখা। আমাদের মার্কিন শুল্ক নিয়ে ভয় পাওয়া উচিত নয়। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি এমন কোনো পরিস্থিতি নয় যে, আমাদের হাঁটু কাঁপতে শুরু করবে। শুল্কযুদ্ধকে আমাদের সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।
শনিবার (১৭ মে) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে ‘যুক্তরাষ্ট্রের পালটা শুল্কনীতি ও বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই কথাটা বললাম। শুল্ক আরোপের প্রভাব আমাদের প্রতিযোগীদের (দেশ) ওপরেও পড়ছে। ফলে তুলনামূলক প্রতিযোগিতায় আমরা খুব বেশি হারছি না।’
তিনি বলেন, ‘নতুন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বে আসার পর যে শুল্ক আরোপ করেছেন, তার পেছনে অর্থনীতির চেয়েও বেশি আছে রাজনীতি।’ কিন্তু পালটা শুল্ক আরোপের যে নীতি ট্রাম্প নিয়েছেন, তা সফল হবে কি না, সে বিষয়ে দৃঢ় সংশয় আছে তার। অর্থাৎ এই নীতি দিয়ে তিনি (ট্রাম্প) যে লক্ষ্য থেকে অর্জন করতে চাচ্ছেন, তা কার্যকর হবে বলে মনে করেন না তিনি। বাজার এই নীতি সেভাবে গ্রহণ করবে না।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘শুল্ক ব্যবস্থার ভূ-রাজনৈতিক প্রভাবও বোঝা জরুরি। আমেরিকাকে খুশি করতে গিয়ে আমাদের যেন অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট না হয়।’
তিনি আরও বলেন, ‘সংস্কারমূলক যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে দেশের বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। বেসরকারি খাতের স্টেকহোল্ডারদের এসব সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে এসে অংশ নিতে হবে।’
অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সঠিক পথে রয়েছে বলে তিনি মন্তব্য ড. দেবপ্রিয়। তবে এসব উদ্যোগ আরও সুচিন্তিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।