Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ২০:১৩ | আপডেট: ১৭ মে ২০২৫ ২১:৫২

বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানা এলাকায় শামীম হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এদিন জেবুন্নেছাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন বিচারক।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন শামীম মিয়া। এ ঘটনায় ২২ জানুয়ারি ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী শামীম মিয়া। এর পরিপ্রেক্ষিতে ১৬ মে গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে সাবেক এই এমপিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সারাবাংলা/আরএম/এমপি

আদালত কারাগার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ