ঢাকা: দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক নির্বাচিত হয়েছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি আইএসপিএবির সাবেক সিনিয়র সহ-সভাপতিও। এছাড়া, সাধারণ সদস্য ক্যাটাগরিতে তাদের প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
শনিবার (১৭ মে) রাজধানীর শাহবাগের মিন্টো রোডে অবস্থিত শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে সাধারণ সদস্য ও সহযোগী ক্যাটাগরির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন জানায়, সাধারণ সদস্য ক্যাটাগরিতে ২৬২ ভোটারের মধ্যে ভোট দেন ২২৯জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ভোট পড়ে ৮৭ শতাংশ। আর সহযোগী সদস্য পদে ৬৬২ ভোটারের মধ্যে ভোট দেন ৫৫৭ জন। এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৪ শতাংশ। ফলে গড়ে ৮৫ শতাংশ ভোট পড়েছে।
সাধারণ সদস্য ক্যাটাগরির মধ্যে নাজমুল করিম ভূঁঞা ২০১, মোহাম্মদ আমিনুল হাকিম ১৯০, মো. মিঠু হাওলাদার ১৮৫, মঈন উদ্দিন আহমেদ ১৮০, নেয়ামুল হক খান ১৭৯, রাশেদুর রহমান রাজন ১৭৭, সাইফুল ইসলাম সিদ্দিক ১৬৪, মাহবুব আলম ১৬০ ও সাব্বির আহমেদ ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে পাস করেছেন সাব্বির আহমেদ।
উল্লেখ্য, সাইফুল ইসলাম সিদ্দিক দেশের শীর্ষ আইটি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠান আইসিসি কমিনিকেশন লিমিটেড দেশের শীর্ষ পাঁচ ইন্টারনেট সেবাদাতাদের একটি। অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট ও দৈনিক সারাবাংলার প্রকাশক ও সম্পাদকও তিনি।

আইএসপিএবি’র ২০২৫-২০২৭ মেয়াদকালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। ছবি: সারাবাংলা
এদিকে, সহযোগী সদস্য ক্যাটাগরিতে জয়ী হয়েছেন চারজন। এদের মধ্যে রাইসুল ইসলাম তুহিন ২৯৯, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ২৮৯, মো. জুবায়ের ইসলাম ২৫৭ ও এস এম সাইফুল ইসলাম সেলিম ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আইএসপিএবি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সদস্য হিসেবে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন (রাশেদ) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাকিব হোসেন।
নির্বাচনি আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং সদস্য ছিলেন কর্নেল আহম্মদ দানিয়া ইসলাম (অব.) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. নিহার হোসেন (ফারুক)।