পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন চালানোর দায়ে ইউপি সদস্যসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪/৫ জনকে।
শনিবার (১৭ মে) তেঁতুলিয়া মডেল থানা পুলিশের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়৷
তথ্যটি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া।
আসামিরা হলেন- জেলার উপজেলার দেবনগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশিরুল আলম (৪৭), একই ইউনিয়নের ময়নাগুড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৪০), গনিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৩০)৷
পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় সমতল ভূমিতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিলেন। পরে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে একটি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং আজ (শনিবার) মেশিনের মালিকসহ জড়িতদের বিরুদ্ধে খনিজ ও খনিজ সম্পদ আইন, ১৯৯২ এর আওতায় তিনজনের নামসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷
আরও পড়ুন: তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, একজনের কারাদণ্ড
এ বিষয়ে তেঁতুলিয়া থানার ওসি মুসা মিয়া বলেন, ‘মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’