Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ২০:২৭ | আপডেট: ১৭ মে ২০২৫ ২১:৫২

বজ্রপাত। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার ছাতকে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন আহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুরে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কোম্পানিগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজন্মিল আলীর ছেলে মো. আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে মো.জুয়েল আহমদ (১৯)।

আহত হাজিজুল হক নিহত আফিজ আলীর ছেলে বলে জানা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন রুবেল আহমদ (১৯)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইঞ্জিনচালিত স্টিল বডির নৌকা নিয়ে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। নিখোঁজ, নিহত ও আহতরা সবাই ওই নৌকার শ্রমিক।

পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করে মৃত দুইজনের মরদেহ ও আহত হাজিজুল হককে উদ্ধার করে। তবে রুবেল আহমদ এখনো নিখোঁজ আছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘নিখোঁজ একজনকে উদ্ধারে থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।’

সারাবাংলা/এইচআই

নিহত বজ্রপাত শ্রমিকের মৃত্যু সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর