ঢাকা: রোববার (১৮ মে) অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সভায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদসহ অন্যান্য উপদেষ্টারা বৈঠকে উপস্থিত থাকবেন।
এর আগে গত ৬ মে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বর্ধিত সভায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত খসড়া অনুযায়ী, আগামী ২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার হচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর প্রকল্প ঋণ ও অনুদানের পরিমাণ ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা। মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ১৪২টি।
খসড়া অনুযায়ী, অনুমোদিত নতুন এডিপি চলতি অর্থবছরের মূল এডিপি’র তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এটি কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে সংশেধিত এডিপি’র তুলনায় বরাদ্দ বেড়েছে ১৪ হাজার কোটি টাকা। শতকরা হিসেবে বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ।
জানা যায়, এডিপি প্রয়ণনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মোট চাহিদা ছিল ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের প্রস্তাব ছিল ১ লাখ ৫৯ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদানের পরিমাণ ছিল ৮৬ হাজার কোটি টাকা।
জানা যায়, খসড়া নতুন এডিপিতে পরিবহন ও যোগাযোগ খাতে মোট ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এ খাতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দের পরিমাণ ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা।
অন্যান্য খাতের মধ্যে গৃহায়ণ খাতে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা; স্বাস্থ্যে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ৪৭২ কোটি টাকা; কৃষিতে ১০ হাজার ৭৯৫ কোটি টাকা; পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি টাকা; শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৩৮ কোটি টাকা; বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।