Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ২০:৩৭ | আপডেট: ১৭ মে ২০২৫ ২০:৩৮

সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

রাজবাড়ী: রাজবাড়ীতে ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ আওতায় ১১ দিনব্যাপী ২১টি সেশনে অনূর্ধ্ব সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা সুইমিংপুলে প্রশিক্ষণের উদ্বোধন হয়। সাঁতার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য দেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে ও রাজবাড়ী ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্যের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ও জেলা ক্রীড়া অফিসার মো. আমানুল্লাহ আহম্মেদ।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে রাজবাড়ীর সুইমিংপুল বন্ধ ছিল। এর কারণে জেলার অনেকেই সাঁতার প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছিল। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের চেষ্টা চালাচ্ছি সুইমিংপুলটা চালু করা। সুইমিংপুলটা চালু হলে জেলার অনেকেই সাঁতার প্রশিক্ষণ নিতে পারবে।

তিনি বলেন, সাঁতার সবাইকে শিখতে হবে। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাঁতার না জানার কারণে প্রতি বছর অনেক মানুষ পানিতে ডুবে মারা যায়। সাঁতার আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং শরীরের জন্য শ্রেষ্ঠ ব্যায়াম। নিয়মিত সাঁতার কাটলে স্বাস্থ্যের অনেক উপকারিতা পাওয়া যায়। তাই আমি ছোট-বড় সবাইকে সাঁতার শেখার আহ্বান জানাচ্ছি ‘

তিনি আরও বলেন, ‘আমরা জানি এরই মধ্যে এই সুইমিংপুল থেকে অনেক বড় মাপের সাঁতারুরা বের হয়েছে। তারা জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে অংশগ্রহণ করে জেলার সুনাম বাড়িয়েছে। আজকে এখানে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হলো। এই ধারা আমাদের অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

জানা গেছে, ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়াকর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় ৪০ জন ছেলেকে (অনূর্ধ্ব-১৪) ২১টি সেশনে ১১ দিনব্যাপী দুইটি শিফটে (সকাল ও বিকেল) প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সমাপনী দিনে সকল প্রশিক্ষনার্থীকে সনদপত্র বিতরণ করা হবে। সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন শেষে প্রশিক্ষনার্থীদের জার্সি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ খান, মো. আশিকুজ্জামান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, কাজী কৌশিক আহমেদ শাহিন, আবদুল গফফার (হাজী), কাজী তানভীর মাহমুদ সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

রাজবাড়ী সাঁতার প্রশিক্ষণ সুইমিংপুল