Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নিলে চাঁদা, আর অন্যরা নিলে হাদিয়া: তুহিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ২১:৩৮ | আপডেট: ১৮ মে ২০২৫ ০০:১৯

১৮ বছর পর নিজ জেলায় প্রত্যাবর্তন করেছেন সাবেক এমপি শাহরিন ইসলাম চৌধুরীর (তুহিন)।

নীলফামারী: বিএনপি কিছু নিলে সেটি হয় চাঁদা, আর অন্যরা নিলে সেটি হয় হাদিয়া—এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরীর (তুহিন)।

শনিবার (১৭ মে) বিকেলে নীলফামারীর ডোমার হাইস্কুল মাঠে দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলায় প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডোমার উপজেলা ও পৌর বিএনপি।

বিজ্ঞাপন

তুহিন বলেন, ‘আমরা পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি দেশের বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠান কোনো একটি বিশেষ দলের লোকজন দখল করে রেখেছে। এসব দখলদারিত্বের বিরুদ্ধে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।’

ইঞ্জিনিয়ার তুহিন আরও বলেন, ‘সরকার বলছে সংস্কার করছে, বৈষম্য দূর করছে, অথচ আমি নিজেই এই সরকারের বৈষম্যের শিকার। বাস্তবে তারা এখনো বৈষম্য দূর করতে পারেননি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আজকে যখন সরকার সংস্কারের কথা বলছে, তখন মনে করিয়ে দিতে চাই যে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ৩১ দফার সংস্কার প্রস্তাব পেশ করেছেন। আমরা শুরু থেকেই দেশের গণতান্ত্রিক চর্চা ও সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই সরকার দ্রুত নির্বাচনি ম্যাপ ঘোষণা করুক। দেশের জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের অভ্যন্তরে নানা ধরনের চিন্তাধারা এবং বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। কিছু মহল বিএনপির বিরুদ্ধে শুধু বিষোদগারে ব্যস্ত।’

বিজ্ঞাপন

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু ও সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির প্রতিটি ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এর আগে, দুপুরে নীলফামারী শহরের শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

সারাবাংলা/এইচআই

নীলফামারী বিএনপি শাহরিন ইসলাম চৌধুরীর (তুহিন)