Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ২১:৪৯ | আপডেট: ১৮ মে ২০২৫ ০০:১৯

যুবকের ভাসমান মরদেহ।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪৫) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় দৌলতদিয়া নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা জানান, ৫ নম্বর ফেরিঘাট সংলগ্নে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের আনুমানিক বয়স ৪০-৪৫ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নাই।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি গতকাল রাতের কোনো একসময় তিনি লঞ্চ থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। কারণ যেখানে মরদেহটি পাওয়া গিয়েছে তার পাশ দিয়েই লঞ্চ চলাচল করে।’

তিনি আরও বলেন, ‘যুবকটি সনাতন ধর্মাবলম্বীর। মরদেহের পরিচয় শনাক্তের জন্যে ফরিদপুর থেকে সিআইডি ক্রাইমসিন আসছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

পদ্মা নদী ভাসমান মরদেহ মরদেহ উদ্ধার রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর