Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ২২:১১ | আপডেট: ১৮ মে ২০২৫ ০০:১৯

কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ।

কুমিল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিনের অবহেলা ও অবমূল্যায়নের কারণে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কান্দিরপাড়ে ওই কার্যালয়টির আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ কমিটি মানি না মানবো না’ এই স্লোগান দিয়ে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাত ৮ টার দিকে পার্টি অফিসের সামনে জড়ো হয়। এরপর অফিসের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুরুত্বপূর্ণ দলীয় নথিপত্র, আসবাবপত্র এবং অন্যান্য সরঞ্জাম।

জানা গেছে, পদবঞ্চিত এসব নেতাকর্মী গত ১৭ বছর ধরে দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিলেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন জেল, জুলুম, নির্যাতন, ত্যাগ স্বীকার করার পরও ন্যায্য মূল্যায়ন না পাওয়ায় তারা চরম হতাশ ও ক্ষুব্ধ। ঘটনার আগে তারা টানা তিন দিন ধরে কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ ও মিছিল করে আসছিলেন।

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া না গেলেও, দলীয় সূত্রে জানায়, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এবং তারা আশা করেন দ্রুত এ সমস্যার সমাধান হবে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি তাদের অভ্যন্তরীণ কোন্দল বলে ধারণা করছি। তারপরও আমরা তদন্ত করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আগুন কুমিল্লা পার্টি অফিসে ভাঙচুর বিএনপি ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর