Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্রপাতের আগুনে পুড়ল তুলার গোডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ০২:৩৭

বজ্রপাতের আগুনে পুড়ল তুলার গোডাউন। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলার সদর উপজেলায় বজ্রপাতের আগুনে একটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়েছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনসংলগ্ন খেজুর গাছে ওপর বজ্রপাত হয়। তখন এতে গাছে আগুন ধরে যায়। আগুন লাগা ওই গাছের কিছু অংশ তুলার গোডাউনের ওপর পড়লে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগেই গোডাউনের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

কানাইপুর বাজারের ব্যাবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়-বৃষ্টির সঙ্গে একটি বজ্রপাত তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছে ওপর পড়লে তাতে আগুন ধরে যায়। সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সারাবাংলা/পিটিএম

আগুন কানাইপুর টপ নিউজ তুলার গোডাউন বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর