স্বীকৃত টি-২০তে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা তারই ছিল। পারভেজ ইমন এখন আন্তর্জাতিক টি-২০তেও এই রেকর্ডটা নিজের করে নিলেন। শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন ইমন। ম্যাচসেরা হওয়ার পর ইমন বলছেন, পরিকল্পনা সাজিয়েই এমন সেঞ্চুরি পেয়েছেন তিনি।
৯ বছর পর আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরি পেয়েছেন কোনো বাংলাদেশ ব্যাটার। ৫৩ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার সময় ইমন হাঁকিয়েছেন রেকর্ড ৯টি ছক্কা। দ্রুততম সেঞ্চুরিরর পাশাপাশি এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন ইমন। তার সেঞ্চুরির সুবাদেই বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশ, ম্যাচ জেতে ২৭ রানে।
ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় ইমন জানিয়েছেন, এই সেঞ্চুরিটা তার কাছে বিশেষ কিছু, ‘এটা আমার কাছে বিশেষ কিছু। নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলাম। আমি শুধু উইকেট কাজে লাগিয়ে নিজের মতো খেলার চেষ্টা করেছি। যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম সেভাবেই খেলেছি।’
পারভেজের এমন ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও, ‘পারভেজের ইনিংসটা দেখার মতো ছিল। সে সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা যেভাবে খেলছিলাম সেখানে আরও বড় স্কোর হতে পারত। তবে সব মিলিয়ে ব্যাটাররা ভালো পারফর্ম করেছে।’
আগামী ১৯ মে রাত ৯টায় শারজাহতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-আরব আমিরাত।