নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। বাংলাদেশের দর্শকরা কোথায় উপভোগ করতে পারবেন এই রোমাঞ্চকর ফাইনাল, চলুন জেনে নেওয়া যাক সেটাই।
গত ১৬ মে সন্ধ্যায় সাফের প্রথম সেমিতে নেপালকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখে বাংলাদেশ। দ্বিতীয় সেমি জিতে বাংলাদেশের সঙ্গে ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত।
অনূর্ধ্ব১৯ ক্যাটাগরিতে এর আগে মাত্র একবার শিরোপা জিতেছে ভারত। ২০২৩ সালে শিরোপার স্বাদ পান তারা। বাংলাদেশ অবশ্য কখনোই এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি।
আজ সাফের ফাইনালে অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
ফাইনাল ম্যাচটি অবশ্য টিভিতে উপভোগ করতে পারবেন না দর্শক। ভারত কিংবা বাংলাদেশের কোনো চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না ম্যাচটি। টুর্নামেন্টের অন্য ম্যাচের মতো ফাইনালও দেখা যাবে স্পোর্টসওয়ার্কজ নামের ইউটিউব চ্যানেলে।