একজন আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। আরেকজনের ক্যারিয়ার শুরুই হয়েছে বছর দুয়েক হলো। একেবারেই ভিন্ন পরিস্থিতিতে থাকা দুই ফুটবলারকে নিয়ে অবশ্য আলোচনাটা হয় এক টেবিলেই। আর্জেন্টিনার লিওনেল মেসি ও স্পেনের লামিন ইয়ামালের মধ্যে তুলনাটা আরও কয়েক গুণ বেড়েছে এবারের মৌসুমে। অবশেষে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন দুই তারকা ফুটবলার। ফাইনালিসিমায় মাঠে নামার অপেক্ষায় মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন।
স্পেন ও বার্সেলোনার হয়ে গত দেড় বছরে অবিশ্বাস্য ফর্মে আছেন ইয়ামাল। স্পেনের হয়ে ইয়ামাল জিতেছেন ২০২৪ ইউরো। বার্সার হয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ইয়ামাল ছুঁয়েছেন লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা। খেলার ধরনে মেসির সঙ্গেই তুলনা হচ্ছে ১৭ বছর বয়সী ইয়ামালের।
অন্যদিকে ইনজুরির সঙ্গে লড়তে থাকা মেসি গত বছর জিতেছেন টানা দ্বিতীয় কোপা আমেরিকা। বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্মে থাকা মেসি গোল, অ্যাসিস্ট করছেন ইন্টার মায়ামির হয়েও। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পরেই আর্জেন্টিনাকে বিদায় বলবেন মেসি।
জাতীয় দলকে বিদায় বলার আগেই ইয়ামালের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে মেসির। কোপা আমেরিকা ও ইউরো জয়ী দুই দলের মধ্যে ফাইনালিসিমা আয়োজন করার কথা জানিয়েছে ফিফা। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষভাগে কিংবা ২০২৬ সালের শুরুতেই হতে পারে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল।
ইউরোপিয়ান অঞ্চল ও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পরপরই আয়োজন করা হতে পারে এই ম্যাচ। ফাইনাল ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে ইউরোপের কোনো মাঠেই।
এর আগে ২০২২ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি মুখোমুখি হয়েছিল ফাইনালিসিমায়। সেই ম্যাচে ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা।